প্রশ্ন
ফজরের সুন্নত কোথায় আদায় করা সুন্নত? মসজিদে না ঘরে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সকল প্রকার নফল ও সুন্নত ঘরে আদায় করা উত্তম। হাদিস শরিফে এসেছে,
فعليكم بالصلاة في بيوتكم فإن خير صلاة المرء في بيته إلا الصلاة المكتوبة
রাসূল (সা.) বলেন: তোমরা ঘরে নামায আদায় কর। কেননা ফরজ নামায ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম। [সহিহমুসলিম, হাদিস: ৭৮১]
তবে কারও ঘরে পড়তে অসুবিধা হলে সে মসজিদেও পড়তে পারবে। এতে কোন সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16529/article-details.html