প্রশ্ন
কোন হারামকে হালাল মনে করলে কি কাফের হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল হারাম অকাট্য হারাম সে সকল হারামকে কেউ যদি হালাল মনে করে অর্থাৎ সব রকম দলিল তার কাছে স্পষ্ট থাকার পরও হারামকে হালাল হিসেবে দাবি করে তাহলে তা কুফুরি হবে।
والاستحلال أي استحلال المعصية كفر.
গোনাহকে হালাল মনে করা কুফুরী৷ [শরহুল আকায়েদ পৃষ্ঠা: ৮৩]
والأصل أن من اعتقد الحرام حلالا فإن كان حراما لغيره كمال الغير لا يكفر وإن كان لعينه فإن كان دليله قطعيا كفر وإلا فلا.
মূলনীতি হলো, কেউ যদি হারামকে হালাল বিশ্বাস করে আর হারাম যদি ভিন্ন কারণে হয়, যেমন অন্যের সম্পদ, তাহলে কাফির হবে না৷ আর যদি মৌলিকভাবে হারাম হয় এবং অকাট্য দলীল দ্বারা তা প্রমাণিত হয়, তাহলে কুফুরি হবে৷ অকাট্য দলীল দ্বারা প্রমাণিত না হলে কুফুরী হবে না৷ [আল-বাহরুর রায়েক: ৫/১২২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16521/article-details.html