প্রশ্ন
কোন কোন মসজিদে দেখা যায়, মাইকে জিকির করা হয়। শরিয়তে কি এটা জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিম্ন স্বরে কিংবা আওয়াজ করে জিকির করা যায়। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমার প্রতি বান্দার ধারণা অনুযায়ী আমি তার সাথে থাকি। সে যদি একাকী আমার জিকির করে তাহলে আমি গোপনে তাকে স্মরণ করি। সে কোনো মজলিসে আমার জিকির করলে আমি তাদের চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। [সহিহ বুখারি, হাদিস: ৭৪০৫]
তবে জিকিরের কারণে অন্যের কোন সমস্যা হতে পারবে না। মাইকে জিকির করলে অন্যের সমস্যা হওয়া স্বাভাবিক। এছাড়াও এতে জিকিরের অসম্মান হয়। একদিকে জিকির চলে অপর দিকে মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আরও বিভিন্ন কারণে এভাবে মাইকে জিকির করা জায়েয নয়।
রদ্দুল মুহতার ১/৬৬০; সিবাহাতুল ফিকরি ফিলজাহরি বিযযিকর, আবদুল হাই লাখনৌভী পৃ. ৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16422/article-details.html