প্রশ্ন
হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা কি উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলবে না নিম্নস্বরে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাঁচিদাতার জন্য উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে-
ইয়াহইয়া ইবনে আবী কাছির তার এক উস্তাদ থেকে বর্ণনা করেন, হাঁচিদাতার জন্য উচিত হল উচ্চৈঃস্বরে আলহামদুলিল্লাহ বলা, যাতে করে আশপাশের লোকেরা তা শুনতে পায়। আর ঐ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলার পর শ্রোতাদের জন্য উচিত হল ইয়ারহামুকাল্লাহ বলা। [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ১৯৬৮০]
রদ্দুল মুহতার ৬/৪১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16420/article-details.html