প্রশ্ন
নফল নামাজ কি মসজিদে পড়া উত্তম না ঘরে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সব ধরনের নফল নামাজ ঘরে পড়াই উত্তম। হাদিস শরিফে এসেছে,
فعليكم بالصلاة في بيوتكم فإن خير صلاة المرء في بيته إلا الصلاة المكتوبة
রাসূল (সা.) বলেন: তোমরা ঘরে নামায আদায় কর। কেননা ফরজ নামায ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম। [সহিহমুসলিম, হাদিস: ৭৮১]
তবে কারও ঘরে পড়তে অসুবিধা হলে সে মসজিদেও পড়তে পারবে। এতে কোন সমস্যা নেই।
উল্লেখ্য, তাহিয়্যাতুল মসজিদ নামাজ তো মসজিদেই পড়া হবে। তাই তা ঘরে পড়ার প্রশ্ন আসবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16426/article-details.html