প্রশ্ন
আমি একটা গার্মেন্টসে চাকরি করি। এতদিন পর্দা করে গিয়েছি। কিন্তু ইদানীং তারা আইন করেছে যে, পর্দা করে সেখানে যাওয়া যাবে না। আবার আমার চাকরিটারও অনেক প্রয়োজন। এখন কি আমি চাকরিটা করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পর্দা করা ফরজ। সুতরাং এই বিধান কিছুতেই অমান্য করা যাবে না। হাদিস শরিফে ইরশাদ হয়েছে-
لا طاعة لبشر في معصية إنما الطاعة في المعروف.
‘আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোন মানুষের আনুগত্য নয়; আনুগত্য তো হবে ভালো কাজে’৷ [সহিহ বুখারি, হাদিস: ৪৩৪০]
তাই আপনার কর্মস্থলে পর্দার সাথে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি কোনভাবেই সম্ভব না হয় তাহলে অন্য কোথাও চাকরি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন।
আল-ফাতাওয়াল হিন্দিয়া: ৫/৩৬৬, আদ্দুররুল মুখতার: ৯/৫৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=16345&preview=true