প্রশ্ন
এক ব্যক্তি হজ্বের মাসে উমরা করেছে। অতঃপর মদীনায় গিয়েছে। অতঃপর সেখান থেকে কিরানের নিয়তে ইহরাম করেছে। কিন্তু সে জানতে পেরেছে, তার কাজটি সঠিক হয়নি। এখন তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যেহেতু হজ্বের মাসে সে একবার উমরা করেছে সেহেতু এখন সে শুধু হজ্ব বা শুধু উমরা করতে পারবে। কিরান বা ইফরাদের নিয়ত করতে পারবে না।
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তাকে উমরার ইহরামের নিয়ত ত্যাগ করতে হবে এবং এর জরিমানা হিসেবে একটি দম দিতে হবে।
ইলাউস সুনান ১০/৩১৮; গুনইয়াতুন নাসিক ২১৫; মানাসিক ২৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=16308&preview=true