প্রশ্ন
অনেকে বলে থাকে, হাজ্বীগণ আল্লাহর মেহমান। আমার প্রশ্ন হল, এমন কথা কি হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
হাজ্বীগণ আল্লাহর মেহমান। এ বিষয়টি হাদিসে রয়েছে। হাদিস শরিফে এসেছে-
الْغَازِي فِي سَبِيلِ اللهِ، وَالْحَاجّ وَالْمُعْتَمِرُ وَفْدُ اللهِ، دَعَاهُمْ، فَأَجَابُوهُ، وَسَأَلوهُ، فَأَعْطَاهُمْ.
অর্থাৎ আল্লাহর রাহে (ইসলামের দুশমনদের বিরুদ্ধে) জিহাদকারী, হজ্ব ও উমরা আদায়কারী- এরা আল্লাহর ওয়াফ্দ (মেহমান)। আল্লাহ তাদের ডেকেছেন আর তারা তাঁর ডাকে সাড়া দিয়েছেন। তারা আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ তাদের দিয়েছেন। [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪৬১৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16298/article-details.html