প্রশ্ন
রোজার সময় কখনো পানির পিপাসা লাগলে আমি বেশি বেশি কুলি করি। এতে রোজার কোন ক্ষতি হয় কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, এতে রোজা ভঙ্গ হয় না। একটি দীর্ঘ হাদিসে এসেছে-
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتَ لَوْ تَمَضْمَضْتَ بِمَاءٍ وَأَنْتَ صَائِمٌ قُلْتُ لَا بَأْسَ بِذَلِكَ
রাসূল (সা.) উমর (রা.)কে লক্ষ্য করে বলেন, আচ্ছা যদি তুমি রোজা অবস্থায় কুলি কর তাহলে কি কোন সমস্যা হবে? উমর (রা.) বললেন: না। [মুসনাদে আহমাদ, হাদিস: ১৩৮]
তবে রোজার পিপাসা দূর করণের জন্য এমন করা উচিত নয়। কারণ রোজাতে যত কষ্ট সওয়াবও তত বেশি।
বাদায়েউস সানায়ে ২/২৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16270/article-details.html