প্রশ্ন
আমার প্রশ্ন হল, আমরা যখন সেজদার আয়াত তেলাওয়াত করি তখন কয়টি সেজদা দিব? একটি না দুটি? নামাজের মধ্যে তো আমরা প্রতি রাকাতে দুটি করে সেজদা দিই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
সেজদার আয়াত তেলাওয়াত করার পর একটি সেজদা আবশ্যক হয়। নামাজের মত এখানে দুটি সেজদা আবশ্যক হয় না। কারণ নামাজের বিধান ভিন্ন আর তেলাওয়াতে সেজদার বিধান ভিন্ন।
عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمٍ ، قَالَ : كَانَ أَبِي إذَا قَرَأَ السَّجْدَةَ ، قَالَ : اللَّهُ أَكْبَرُ ، ثُمَّ سَجَدَ.
আবদুল্লাহ ইবনে মুসলিম (রহ.) বলেন, আবার বাবা যখন সেজদার আয়াত তেলাওয়াত করতেন তখন আল্লাহু আকবার বলে সেজদায় যেতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪২১০]
শরহুল মুনইয়া ৫০৩; রদ্দুল মুহতার ২/১১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16249/article-details.html