প্রশ্ন
আমি একটি বাসা ভাড়া নিয়েছিলাম। সেখানে এখন মেয়েদের স্কুল করতে চাচ্ছি। কিন্তু বাড়িওয়ালা রাজি হচ্ছে না। এখন কি আমি তা করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি চুক্তির সময় এ ধরনের কোন কথা না হয়ে থাকে তাহলে বাড়িওয়ালার সম্মতি ছাড়া আপনি সে বাসায় স্কুল করতে পারবেন না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
المسلمونَ على شروطِهم
‘মুসলমানগণ তাদের শর্ত অনুযায়ী চলবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]
মাজমাউল আনহুর ৩/৫২৫; শরহু মুখতাসারিত তাহাভী ৩/৩৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16208/article-details.html