প্রশ্ন
আমার মনে একটা প্রশ্ন জাগে যে, কেয়মাতের দিন রাসূল (সা.) তার পরিবারকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কেয়ামতের দিন প্রত্যেককে তার নিজের নেক আমল এবং আল্লাহর দয়ায় বাঁচতে হবে। আর আমরা বিশ্বাস রাখি, রাসূল (সা.) এর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে যারা ঈমান এনেছে, তারা অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যারা ঈমান আনেনি তাদের জন্য রাসূল (সা.) এর কিছু করার থাকবে না। এ জন্যই রাসূল (সা.) তার কন্যা ফাতেমাকে লক্ষ্য করে বলেছিলেন-
يا فاطمة! أنقذي نفسك من النار، فإني لا أملك ضرا ولا نفعا.
‘হে ফাতিমা! জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা কর। কেননা, আমি উপকার-অপকারের মালিক নই।’ [সহিহ মুসলিম ২/১১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16190/article-details.html