প্রশ্ন
আমার এক বন্ধু নতুন বিয়ে করেছে। কিন্তু আমাদের বন্ধুসার্কেলে সেটা জানায়নি। একবার সে স্ত্রী নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমরা দেখে ফেলায় আমাদের কাছে বোন হিসেবে পরিচয় দেয়। এখন কি তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, স্ত্রীকে বোন হিসেবে পরিচয় দেওয়ার কারণে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়নি। তবে এটি একটি মিথ্যা কথা হয়েছে। আর মিথ্যা কথা বলা অনেক বড় গুনাহ। তাছাড়া স্ত্রীকে বোন ডাকা শরিয়তে নিষেধ। হাদিস শরিফে এসেছে-
عن أبى تميمة الهجيمى ، أن رجلا قال لامرأته : ” يا أخية ” فقال رسول الله صلى الله عليه وسلم : “أختك هي ” ؟ فكره ذلك ونهى عنه
‘এক ব্যক্তি তার স্ত্রীকে বোন ডাকায় রাসূল (সা.) তাকে বলেন: সে কি তোমার বোন?! অর্থাৎ তিনি অপছন্দ করলেন এবং তা থেকে নিষেধ করলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]
আদ্দুররুল মুখতার ৩/৪৭০; ফাতহুল কাদীর ৪/৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16194/article-details.html