প্রশ্ন
আমি একবার এক ব্যক্তিকে রক্ত দিই। এরপর সময় বেশি না থাকায় দ্রুত নামাজ পড়ে নেই। তবে ওজু করিনি। আমার আগে থেকেই ওজু ছিল। এখন কি আমার ঐ নামাজ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, রক্ত দেওয়ায় আপনার ওজু ভঙ্গ হয়ে গিয়েছে। আপনি যেহেতু নতুন করে ওজু না করে নামাজ পড়েছেন সেহেতু আপনার নামাজ হয়নি। ঐ নামাজ আবার পড়ে নিতে হবে।
ইবরাহীম (রহ.) বলেন-
عَنْ إبْرَاهِيمَ ، قَالَ : إذَا سَالَ الدَّمُ نُقِضَ الْوُضُوءُ.
‘রক্ত প্রবাহিত হলে ওজু ভেঙ্গে যায়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪৬৭]
ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৪; আলমুহীতুল বুরহানী ১/১৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16173/article-details.html