প্রশ্ন
আমি এক স্থানে ঘুরতে গিয়েছিলাম। ঘটনাক্রমে সেখানে আমাকে একটি ব্যাপারে মিথ্যা শপথ করতে হয়েছিল। এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
মিথ্যা শপথ করা কবীরা গুনাহ। হাদিস শরিফে এসেছে-
‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কবীরা গুনাহ হল, আল্লাহর সাথে শিরক করা, মাতাপিতার অবাধ্যতা করা, মানুষ হত্যা করা ও মিথ্যা কসম করা।’ [সহিহ বুখারি ২/৯৮৭]
তাই মিথ্যা কসমের কারণে আপনাকে তাওবা ও ইস্তেগফার করতে হবে। অবশ্য এর জন্য কোন কাফফারা দিতে হবে না।
বাদায়েউস সানায়ে ৩/২৭; ফাতহুল কাদীর ৪/৩৪৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16176/article-details.html