প্রশ্ন
হাদিসের কিতাবে আমরা নামাজের সময় বিভিন্ন রকম তাসবীহ পড়ার কথা পাই। প্রশ্ন হল, ফরজ নামাজে রুকু–সেজদার তাসবীহ ছাড়া অন্য তাসবীহ পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
রুকু-সেজদার জন্য প্রসিদ্ধ তাসবীহ আমাদের সকলের জানা আছে। এর বাহিরে যে সকল তাসবীহের কথা হাদিস শরিফে পাওয়া যায় হানাফী মাযহাব অনুযায়ী সেগুলো নফল নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। তবে যদি একাকী ব্যক্তি ফরজ নামাজে এ সব দোয়া পড়ে তাহলে তা জায়েয আছে। হাদিস শরিফে এসেছে-
আয়িশা (রা.) থেকে বর্ণিত,
عن عائشةَ أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كان يقولُ في ركوعِه وسجودِه: سُبُّوحٌ قُدُّوسٌ، ربُّ الملائكةِ والرُّوحِ
রাসূলুল্লাহ (সা.) রুকু ও সেজদায় বলতেন, سُبُّوحٌ قُدُّوسٌ، ربُّ الملائكةِ والرُّوحِ (সহীহ মুসলিম, হাদিস: ৪৮৭)
বাদায়িউস সানায়ে ২/৫৭, রদ্দুল মুহতার ২/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16101/article-details.html