প্রশ্ন
এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলল, তুমি আমার গমগুলো পিষে দিলে তোমাকে এখান থেকে ছয় কেজি গম দিব। এভাবে চুক্তি করলে সেটা জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, প্রশ্নোক্ত পদ্ধতিতে চুক্তি করলে তা জায়েয হবে না। কারণ হাদিসে এটা থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) একটি হাদিসে গম পিষার বিনিময়ে পেষণকারীকে ঐ আটা থেকে এক কাফীয প্রদানের শর্ত করা থেকে বারণ করেছেন। [সুনানে বায়হাকী ৫/৩৩৯; শরহে মুশকিলুল আছার ২/১৮]
রদ্দুল মুহতার ৬/৫৭; মাবসূত ১৬/৩৫; আলমুহীতুল বুরহানী ১১/৩৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16089/article-details.html