প্রশ্ন
সাদাকাতুল ফিতর আদায় করার উত্তম সময় কোনটি? ঈদের আগে না পরে না ঈদের দিন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
সাদাকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হল, ঈদের দিন নামাজে যাওয়ার আগের সময়। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, ‘নবি করিম (সা.) ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার আদেশ করেছেন।’ [সহিহ বুখারি ১/২০৪; সহিহ মুসলিম ১/৩১৮]
তবে দরিদ্রদের প্রয়োজন বিবেচনা করে আগে দিলেও তা উত্তম হবে। আবদুল্লাহ ইবনে উমর (রা.) সদাকাতুল ফিতর ঈদের এক দিন বা দুদিন আগেই দিয়ে দিতেন।
সহিহ বুখারি ১/২০৫; কিতাবুল আছল ২/২৫৮; বাদায়েউস সানায়ে ২/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/১৪২; আদ্দুররুল মুখতার ২/৩৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15981/article-details.html