প্রশ্ন
আমি করোনার জন্য প্রথম ডোজ টীকা নিয়েছিলাম। এখন আবার দ্বিতীয় ডোজের মেসেজ এসেছে। রমজানে আমি কি দ্বিতয়ি ডোজ নিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
রোজা অবস্থায় গ্লুকোজ জাতীয় ইন্জেকশন ব্যতীয় অন্যান ইন্জেকশন নেওয়া যায়। ইন্জেকশন নেওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। তাই আপনি চাইলে করোনার টীকা নিতে পারবেন।
রদ্দুল মুহতার ২/৩৯৫; যাবিতাতুল মুফাততিরাত ফী মাজালিত তাদাবী ৬৯; মাজমূআতুল ফাতাওয়াশ শরইয়াহ ১/২৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15976/article-details.html