প্রশ্ন
রোজার নিয়ত কখন থেকে করা যায়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
রোজার নিয়ত সূর্যাস্তের পর থেকে করা যায়। অর্থাৎ আগামীকালের রোজা রাখতে চাইলে আজকে সূর্যাস্তের পর থেকে করতে পারবেন। কিন্তু আগামীকালকের রোজার জন্য আজকের সূর্যাস্তের আগে নিয়ত করা যাবে না। হাদিস শরিফে এসেছে-
হাফসা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له.
‘যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না।’ [সুনানে আবু দাউদ ১/৩৩৩]
আলবাহরুর রায়েক ২/২৫৯-২৬০; বাদায়েউস সানায়ে ২/২২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15965/article-details.html