প্রশ্ন
মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, মসজিদের নির্মাণের জন্য উঠানো টাকা মসজিদের নির্মাণের কাজেই ব্যবহার করতে হবে। এ টাকা দিয়ে স্টাফদের বেতন দেওয়া যাবে না।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا
‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।’ [সূরা নিসা, আয়াত: ৫৮]
আলমুহীতুল বুরহানী ৯/১৩৬; ফাতাওয়া খানিয়া ৩/২৯৭;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15950/article-details.html