প্রশ্ন
কুরআন মাজিদের একটি আয়াতে পিতামাতাকে উফ বলতে নিষেধ করা হয়েছে। তাহলে কি উফ ছাড়া অন্য কিছু বলা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
‘পিতামাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে (উফ) পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো।’ [সূরা বনী ইসরাইল, আয়াত: ২৩]
এখানে শুধু উফ শব্দ নিয়ে কথা নয়। বরং উদ্দেশ্য হল, পিতামাতাকে কষ্ট দেওয়া। তাফসীরবিদগণ বলেন, এক্ষেত্রে পিতামাতার কথায় বা কাজে বিরক্ত হয়ে তাদেরকে শুনিয়ে দীর্ঘ শ্বাস নেয়াও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। [তাফসীরে মাআরিফুল কুরআন ৫/৪৬৬]
আলী (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূল (সা.) ইরশাদ করেছেন, পীড়াদানের ক্ষেত্রে উফ বলার চেয়ে যদি আরো হালকা কোনো শব্দ থাকত তবে তাও উল্লেখ করা হত। [আলজামিউ লি আহকামিল কুরআন ১০/১৫৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15937/article-details.html