প্রশ্ন
ইসলামে ব্যবসার মূলনীতিগুলো কী কী?
উত্তর
ইসলামে ব্যবসার বেশ কিছু মূলনীতি রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল,
১. হালাল জিনিসের ব্যবসা হতে হবে। কোন হারাম বস্তুর ব্যবসা হতে পারবে না। রাসূল (সা.) বলেন-
إنَّ اللهَ تعالى إذا حرَّمَ شَيئًا حرَّمَ ثَمَنَه
‘আল্লাহ যখন কোনো বস্তু হারাম করেন, তখন তার মূল্যও হারাম করেন৷’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪৯৩৮]
২. ব্যবসায় মিথ্যার মিশ্রণ করা যাবে না। তাহলে ব্যবসায় বরকত আসবে না। হাদিস শরিফে এসেছে-
إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِى الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ
‘ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হতে বিরত থেক। এর দ্বারা পণ্য বেশি বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হয়ে যায়।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৬০৭]
৩. পণ্যের মাপে কম-বেশি করতে পারবে না।
৪. একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল, ব্যবসায় এত বেশি ব্যস্ত হয়ে পড়বে না যে, আল্লাহকে ভুলে যায়। ইবাদাতে অবহেলা চলে আসে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15913/article-details.html