প্রশ্ন
ব্যবসায়ীরা নবিদের সাথে থাকবে –হাদিসটি কি গ্রহণযোগ্য?
উত্তর
এ সংক্রান্ত হাদিসটি নিম্নরূপ-
التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ.
‘সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ হাশরের দিন নবী, শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১২৫২]
ইমাম তিরমিযি (রহ.) হাদিসটি বর্ণনা করে বলেন: এটি হাসান হাদিস।
সুতরাং হাদিসটি গ্রহণযোগ্য।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15914/article-details.html