প্রশ্ন
আমি একটি হাদিসে পড়েছি, তাকবীরে উলার সাথে নামাজ পড়লে দুটি ফযিলত পাওয়া যায়। আমার প্রশ্ন হল, তাকবীরে উলার পরিধি কতটুকু?
উত্তর
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من صلى أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءتان : براءة من النار، وبراءة من النفاق
‘যে ব্যক্তি চল্লিশ দিন জামাতে নামায আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে। (এক) জাহান্নাম থেকে মুক্তি। (দুই) নেফাক থেকে মুক্তি।’ [সুনানে তিরমিযি ১/৩৩]
স্বাভাবিকভাবে তাকবীরে উলার পরিধি হল, ইমামের সানা শুরু করার আগ পর্যন্ত।
তবে কোন কোন ফকীহ বলেছেন, ইমামের সূরা ফাতেহা শেষ হওয়ার পূর্বেই নামাজে যুক্ত হতে পারলে ধরে নেওয়া হবে, সে তাকবীরে উলা পেয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15896/article-details.html