প্রশ্ন
আমাদের এলাকায় এক মসজিদের আয় অনেক। মূলত ঐ মসজিদের জন্য এক লোক একটি মার্কেট ওয়াকফ করে দিয়েছিল। এখন তার আয় অনেক হয়। এ মসজিদে খরচ করার পরও থেকে যায়। অপরদিকে আরেকটা মসজিদ আছে। তার অবস্থা বেশি ভাল নয়। এখন প্রথম মসজিদের আয় কি দ্বিতীয় মসজিদে খরচ করা যাবে?
উত্তর
না, এক মসজিদের আয় অন্য মসজিদে খরচ করা যাবে না। মহল্লাবাসীর দায়িত্ব হল, দ্বিতীয় মসজিদটির উন্নয়নের জন্য যথাযথ চেষ্টা করা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘যে ব্যক্তি আল্লাহকে রাজি-খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করবেন।’ [সহিহ বুখারি ১/৬৪]
আদ্দুররুল মুখতার ৪/৩৬০; ফাতহুল কাদীর ৫/৪৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15890/article-details.html