প্রশ্ন
দিরিলিস সিরিয়াল দেখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
অধিকাংশ আলিমের মতে এ ধরনের সিরিয়াল দেখা যায়েজ নয়। কারণ এখানে বিভিন্ন নিষিদ্ধ বিষয় জড়িত থাকে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
ومن الناس من يشترى لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. اولئك لهم عذاب مهين
অর্থাৎ, একশ্রেণির মানুষ আছে, যারা লোকদেরকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অসার বাক্য (মনোরঞ্জক গান, বাদ্যযন্ত্র এবং অনর্থক কিসসা কাহিনী) ক্রয় করে এবং একে তারা প্রমোদরূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।[সূরা লোকমান, আয়াত: ০৬]
তবে কোন কোন আলিম বলেন, অশ্লীল বিষয়াদি না থাকলে এগুলো দেখার অবকাশ আছে এবং অন্যান্য অশ্লীল সিরিয়াল দেখার চেয়ে এগুলো দেখা ভাল।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15865&preview=true