প্রশ্ন
কোন তামাত্তু হজ্ব আদায়কারী উমরা শেষে মাদীনায় চলে গেল। পরে হজ্বের সময় ইহরাম করে হজ্ব আদায় করল। এতে কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, প্রশ্নোক্ত কারণে তামাত্তু হজ্বে কোন সমস্যা হবে না। হাদিস শরিফে এসেছে-
عَنْ يَزِيدَ الْفَقِيرِ ؛ أَنَّ قَوْمًا مِنْ أَهْلِ الْكُوفَةِ تَمَتَّعُوا ثُمَّ خَرَجُوا إلَى الْمَدِينَةِ ، فَأَقْبَلُوا مِنْهَا بِحَجٍّ ، فَسَأَلُوا ابْنَ عَبَّاسٍ ؟ فَقَالَ : أَنَّتُمْ مُتَمَتِّعُونَ.
ইয়াযীদ আল-ফাকীর বলেন, কূফার এক দল লোক তামাত্তু হজ্বের জন্য বের হয়েছে। অতঃপর মাদীনায় গিয়েছে। অতঃপর হজ্বের উদ্দেশ্যে পুনরায় এসেছে। তারা ইবনে আব্বাস (রা.)কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: তোমরা তামাত্তু হজ্বকারী। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩১৭২]
কিতাবুল আছল ২/৫৩৭; মুখতাছারু ইখতিলাফিল উলামা ২/১৬৭; আহকামুল কুরআন, জাসসাস ১/২৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15857/article-details.html