প্রশ্ন
সাহরি খাওয়ার মুস্তাহাব সময় কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
সাহরি খাওয়ার মুস্তাহাব সময় হল রাতের শেষাংশ। তবে এত বেশি দেরি করবে না যে, সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হয়।
ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-
إنما معاشر الأنبياء أمرنا أن تعجل فطرنا وأن تؤخر سحورنا
‘সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরী শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে।’ [আলমুজামুল আওসাত ২/৫২৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15846/article-details.html