প্রশ্ন
গতকাল আমি গোসল করার সময় আমার শরীর থেকে পানির ছিটা বালতিতে পড়েছে। আমি তা দিয়েই গোসল শেষ করেছি। আমার কি গোসল হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
প্রশ্নোক্ত কারণে বালতির পানি নাপাক হয়নি এবং আপনার গোসলেও কোন সমস্যা হয়নি। তাবেয়ি যুহরী (রহ.) বলেন-
عن معمر قال :سألت الزهري عن رجل يغتسل من الجنابة فينتضح في الاناء من جلده ، فقال : لا بأس به .
জুহরী (রহ.) কে শরীর থেকে পড়া পানির ছিটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: কোন সমস্যা নেই। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩১১]
তবে শরীরে যদি বাহ্যিক নাপাক থাকে আর সেখান থেকে লেগে পানির ছিটা বালতিতে পড়ে তাহলে তা নাপাক হয়ে যাবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/২৩; মাবসূত, সারাখসী ১/৪৮; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/১০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15844/article-details.html