প্রশ্ন
গোসলের ফরজ কয়টি ও কী কী
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
গোসলের ফরজ তিনটি।
১. কুলি করা। রাসূল (সা.) ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন। (সহিহ বুখারি, হাদিস : ২৫৭]
২. নাকে পানি দেওয়া। রাসূল (সা.) ফরজ গোসলের অংশ হিসেবে কুলি করেছেন। (সহিহ বুখারি, হাদিস : ২65]
৩. সমস্ত শরীর এমন ভাবে ধোয়া যে, কোন অংশ শুকনো না থাকে। [সুনানে আবু দাউদ, হাদিস : ২১৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15836/article-details.html