প্রশ্ন
আমার স্বামীকে রোজা অবস্থায় ঢুস দেওয়া হয়েছে। এতে কি তার রোজা ভেঙ্গে গিয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ঢুস লাগালে রোজা ভঙ্গ হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে আববাস (রা.) থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
‘শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোজা এর উল্টো। রোজার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।’
ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15808/article-details.html