প্রশ্ন
ইমাম যদি সেজদায় থাকে তাহলে তো সে রাকাতে সেজদা দিলেও তা রাকাত হিসেবে গণ্য হবে না। এ ক্ষেত্রে কি সেজদা দিবে না পরের রাকাতের জন্য অপেক্ষা করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইমামকে নামাজের যে অবস্থায় পাবে সে অবস্থায়ই ইমামের সাথে নামাজে শরীক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إذا وجدتم الإمام فقوموا أو قاعدا فاقعدوا أو راكعا فاركعوا أو ساجدا فاسجدوا.
‘তোমরা ইমামকে নামাযে দাঁড়ানো অবস্থায় পেলে দাঁড়িয়ে যাবে। বৈঠক অবস্থায় পেলে বসে পড়বে।আর রুকু অবস্থায় পেলে রুকুতে চলে যাবে। আর সিজদায় পেলে সিজদায় শরিক হয়ে যাবে।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা ২/৪৫৯; আলমাতালিবুল আলিয়া, হাদিস: ৪৭৯]
উমদাতুল কারী ৫/১৫২; ফাতহুল বারী ২/১৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯১;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15793/article-details.html