প্রশ্ন
আমি এক ব্যক্তির সাথে চুক্তি করেছিলাম, সে আমাকে ২০ মণ চাল দিবে। আমি তাকে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু সে ৫ মণ চাল দেওয়ার পর এখন বলছে, চালের পরিবর্তে এই মূল্যে পেঁয়াজ নিয়ে যেতে। এটা কি বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, চালের পরিবর্তে পেঁয়াজ নেওয়া বৈধ হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-
‘যদি কেউ আগাম খরিদ চুক্তিতে কোনো পণ্য ক্রয় করে তাহলে সে যেন ক্রয়কৃত পণ্যের পরিবর্তে অন্য কোনো বস্ত্ত গ্রহণ না করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৪৬৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15754/article-details.html