প্রশ্ন
আমি কুরআন তেলাওয়াতের আদবগুলো জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কুরআন তেলাওয়াতের অনেক আদব রয়েছে। এরমধ্যে কয়েকটি হল-
১. ওজুর সাথে তেলাওয়াত করা।
২. আউযুবিল্লাহ-বিসমিল্লাহ বলে কুরআন তেলাওয়াত করা।
৩. তেলাওয়াতের সময় কোন কথা না বলা।
নাফে (রহ.) বলেন, ইবনে উমর (রা.) যখন কুরআন তিলাওয়াত করতেন তিলাওয়াত থেকে ফারেগ হওয়া পর্যন্ত কারো সাথে কথা বলতেন না।
৪. কুরআন মাজিদের উপর কোন কিছু দিয়ে ভর না রাখা।
৫. মনোযোগের সাথে কুরআন তেলাওয়াত করা।
৬. অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা করা।
৭. তাদাব্বুর বা চিন্তা-ফিকির করে তেলাওয়াত করা।
আততিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন ১১১; আততিযকার ফী আফজালিল আযকার পৃ. ১৯১; তাফসীরে কুরতুবী ১/২২; আদ্দুররুল মুখতার ১/১৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15712/article-details.html