প্রশ্ন
আরাফার দিন যে রোজাটি রাখার কথা বলা হয়, হাজ্বীরা যদি সেই রোজা রাখে তাহলে কি তারা সাওয়াব পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
আরাফার দিন রোজা রাখলে অনেক ফযিলত রয়েছে। হাদিস শরিফে এসেছে-
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِى بَعْدَهُ
‘আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করি যে, এর বিনিময়ে তিনি ঐ দিনের পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহ মাফ করে দিবেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৮০৩]
এখানে হাজ্বী, গায়রে হাজ্বী কোন পার্থক্য করা হয়নি। সুতরাং বুঝা যায় হাজ্বীরাও এই সাওয়াব পাবে। তবে তাদের রোজা রাখার জন্য শর্ত হল, রোজা রেখে দুর্বল হতে পারবে না।
বাদায়েউস সানায়ে ২/২১৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৬২; রদ্দুল মুহতার ২/৩৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15669&preview=true