প্রশ্ন
গোসল করার পর যদি কাপড়ে নাপাকির চিহ্ন বাকি থেকে যায় এ ক্ষেত্রে কী করণীয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
কাপড়ে নাপাকির চিহ্ন থাকলে তা ধুয়ে ফেলতে হবে এবং নাপাকি দূর করতে হবে। এ ছাড়া অতিরিক্ত কিছু করা লাগবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّهُ كَانَ يَقُولُ فِي الْجَنَابَةِ فِي الثَّوْبِ : إِنْ رَأَيْت أَثَرَهُ فَاغْسِلْهُ
আবূ হুরায়রাহ (রা.) বলেন: কাপড়ে নাপাকি দেখতে পেলে তা ধুয়ে ফেলবে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯০৪]
তবে যদি শরীরে নাপাক পানির ছিটা লাগে তাহলে তা ধুয়ে ফেলতে হবে।
তাহত্বাভী আলাল মারাকী, পৃ. ১৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15615&preview=true