প্রশ্ন
আমাদের পাশে একটি হিন্দু পরিবার আছে। তারা অত্যন্ত দরিদ্র। আমরা ভাল খাবার দাবার রান্না করলে তাদেরকে কিছু কিছু দিই। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে প্রতিবেশীর হককে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তারা অমুসলিম হলেও তাদের হকগুলো রক্ষা করতে বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
আবদুল্লাহ ইবনে আমর (রা.)-এর ঘটনা। একদিন তার ঘরে একটি বকরি জবাই করা হল। খাবার রান্না হলে তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন, আমাদের ইহুদি প্রতিবেশীকে কি এ খাবার দিয়েছ?’ এরপর তিনি বললেন, ‘আমি রাসূলুল্লাহ (সা.)কে বলতে শুনেছি, প্রতিবেশীর বিষয়ে জিবরাইল আমাকে এত উপদেশ দিচ্ছিলেন, আমি মনে করছিলাম, তিনি হয়ত তাদেরকে ওয়ারিশই বানিয়ে দেবেন।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৯৪৩]
তাই প্রতিবেশীদেরকে কোন কিছু দিতে কোন সমস্যা নেই। বরং তাদেরকে দেওয়া আরও ভাল কাজ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/15609/article-details.html