প্রশ্ন
রাতে নফল নামাজ পড়তে গেলে অনেক সময় ঘুম চলে আসে। এ সময় কি নামাজ পড়া ভাল না ঘুমিয়ে যাওয়া ভাল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ পড়তে গিয়ে যদি ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে নেওয়া উচিত। অথবা ঘুম দূর করে তারপর নামাজ পড়া উচিত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إذا قام أحدكم من الليل فاستعجم القرآن على لسانه فلم يدر ما يقول فليضطجع
‘তোমাদের মধ্যে কেউ যখন রাতে নামায পড়তে দাঁড়ায় এবং (ঘুমের কারণে) কুরআন তার জিহবায় জড়িয়ে যায়, সে নিজেও জানে না সে কী পড়ছে, তাহলে সে যেন শুয়ে পড়ে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৭৮৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15580&preview=true