প্রশ্ন
কোন নারী যদি চায়, ঘরের বাহিরে কাজ করতে এবং পর্দা রক্ষা করেই কাজ করতে চায় তাহলে এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীদের স্বাভাবিক কর্মক্ষেত্র হল, ঘরের ভেতর। স্বাভাবিক অবস্থায় তাদের ঘরের বাহিরে কাজের জন্য যাওয়া উচিত নয়। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’ [সূরা আহযাব, আয়াত, ৩৩]
হাদিস শরিফে রাসূল (সা.) বলেন-
الْمَرأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ إِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ.
‘নারী গোপনীয়। যখন সে বাড়ি থেকে বের হয়, শয়তান তার দিকে লোলুপ দৃষ্টিতে দেখে৷’ [সুনানে তিরমিযি, হাদিস: ১১৭৩]
তবে প্রয়োজন হলে পর্দা রক্ষা করে ঘরের বাহিরেও নিরাপদ স্থানে কাজ করতে পারবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15576&preview=true