প্রশ্ন
হাজীরা যখন হজ্ব করতে যায় এবং মিনায় অবস্থান করে তখন কত ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মিনায় মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। হাদিস শরিফে এসেছে-
عَنْ جَابِرٍ ؛ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا كَانَ يَوْمَ التَّرْوِيَةِ تَوَجَّهَ إِلَى مِنًى ، فَصَلَّى بِهَا الظُّهْرَ وَالْعَصْرَ ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَالصُّبْحَ.
জাবের (রা.) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা.) ৮ যিলহজ্ব মিনায় গমন করেছেন এবং সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর নামায পড়েছেন। [মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস: ১৪৭৫৫}
আততাজরীদ ৪/১৯৫৭; আলইখতিয়ার ১/১৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15514&preview=true