প্রশ্ন
একটি বইতে নিম্নোক্ত হাদিসটি লেখা দেখলাম। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। জানতে চাচ্ছি, হাদিসটি কি গ্রহণযোগ্য?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। এর আরবি হল نية المؤمن خير من عمله। এটি একটি যয়িফ বা দুর্বল হাদিস। প্রশ্নোক্ত হাদিসটি যয়িফ হলেও ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আরও দেখুন-
মাজমাউয যাওয়াইদ ১/৩০১; আলমাকাসিদুল হাসানাহ পৃ. ৭০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15484&preview=true