প্রশ্ন
যার মিনস হয়েছে সে কি সূরা ফাতেহা পড়তে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েযা নারীর জন্য কুরআন পড়া নিষেধ। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
‘ঋতুবতী নারী ও গোসল ফরয হওয়া ব্যক্তি কুরআনের কোনো অংশ পাঠ করবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩১]
তবে কুরআন হিসেবে না পড়ে, শুধু একটি দোয়া হিসেবে পড়লে সেটা জায়েয আছে।
রদ্দুল মুহতার গ্রন্থে রয়েছে
فلو قرأت الفاتحة على وجه الدعاء أو شيئاً من الآيات التي فيها معنى الدعاء ولم ترد القراءة لا بأس به.
অর্থ: হায়েযা নারী যদি দোয়া হিসেবে সূরা ফাতিহা বা অন্য দোয়ার অর্থ-বিশিষ্ট আয়াত পাঠ করে, তেলাওয়াতের উদ্দেশ্য না থাকে, তাহলে সমস্যা নেই৷ [রদ্দুল মুহতার ১/২৯৩]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15449&preview=true