প্রশ্ন
আমরা তো জানি, হানাফী মাযহাব অনুযায়ী ফজর নামাজ দেরি করে পড়া মুস্তাহাব। তাহলে রমজানে তাড়াতাড়ি পড়া হয় কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় হানাফী মাযহাব মতে ফজর নামাজ দেরি করে পড়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে-
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ.
‘রাফি ইবনে খাদীজ (রা.) বর্ণনা করেন যে, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি- তোমরা ইসফার অর্থাৎ চতুর্দিক ফর্সা হয়ে এলে ফজর আদায় করবে। কেননা এতে রয়েছে বিরাট সওয়াব। [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬৭২, তিরমিযি হাদিস: ১৫৪]
জামাতের একটা মৌলিক উদ্দেশ্য হল লোকসমাগম হওয়া। রমজানে যেহেতু ফজরের আযানের পরপরই লোক সমাগম বেশি হয় তাই হানাফী মাযহাব মতেই রমজানে ফজর নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব।
মাবসূত ১/১৪৬, ফয়জুল বারী: ২/১৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15436&preview=true