প্রশ্ন
বর্তমানে অনেক দেখা যায় যে, মৃত্যুর পর আত্মীয়–স্বজনদের আসার জন্য কবর দিতে অনেক দেরি করা হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের বিধান হল, মৃত্যুর পরে তাড়াতাড়ি করে দাফন করে দেওয়া। জরুরত ছাড়া বিলম্ব করা কিছুতেই উচিত নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره
‘তোমাদের কেউ মারা গেলে তাকে আটকে রেখ না। বরং তাকে দ্রুত কবরে পৌঁছে দাও।’ [আলমুজামুল কাবীর, হাদিস: ১৩৬১৩]
আদ্দুররুল মুখতার ২/১৯৩; বাদায়েউস সানায়ে ২/২৩; আলবাহরুর রায়েক ২/১৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15432&preview=true