প্রশ্ন
কেউ যদি আল্লাহর কসম না বলে শুধু কসম করছি বলে, তাহলে কি কসম সংঘটিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আল্লাহর নাম না নিয়ে শুধু কসম করছি, বলার দ্বারাও কসম সংঘটিত হয়। হাদিস শরিফে এসেছে-
عَنْ إبْرَاهِيمَ قَالَ : سَوَاءٌ عَلَى الرَّجُلِ أَنْ يَقُولَ : أُقْسِمُ ، أَوْ أُقْسِمُ بِاَللَّهِ
‘ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন, আমি শপথ করছি আর আল্লাহ তাআলার নামে শপথ করছি-উভয়টি দ্বারাই কসম সংঘটিত হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ১২৪৭২]
আদ্দুররুল মুখতার ৩/৭১৬; ফাতাওয়া খানিয়া ২/৪; আলবাহরুর রায়েক ৪/২৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15428&preview=true