প্রশ্ন
আমার একটা স্টুডিও আছে। এ ব্যবসা শরিয়তে জায়েয আছে কি
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্টুডিওতে যদি প্রাণীর ছবি অপ্রয়োজনীয়ভাবে উঠানো হয় তাহলে তা জায়েয হবে না। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إنَّ أشَدَّ الناسِ عَذابًا يومَ القيامةِ الذين يُضاهونَ بخَلْقِ اللهِ عزَّ وجلَّ.
কিয়ামতের দিন ঐ সমস্ত লোকেরা (যারা ছবি আঁকে তারা আল্লাহর সৃষ্টির মতই কিছু করতে উদ্যত হয়।) সবচেয়ে বেশী আযাব ভোগ করবে যারা আল্লাহর সৃষ্টির মত সৃষ্টি করে। [সহিহ বুখারি, হাদিস: ৫৯৫৪]
আর যে কাজ নাজায়েয তাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করাও জায়েয নেই। এ ছাড়া অন্যান্য বৈধ কাজে স্টুডিও এর ব্যবসা করতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15410/article-details.html