প্রশ্ন
কোন কারণে যদি ঘরে নামাজ পড়ি তাহলে কি ফরজ নামাজের পূর্বে একামত দিতে হবে? অন্যথায় কি নামাজে কোন সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ সর্বদা জামাতের সাথে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তারপরও যদি কোন কারণে একাকী নামাজ পড়া হয় তাহলে সেক্ষেত্রে একামত দেওয়া জরুরি নয়্। একামত না দিলে নামাজে কোন সমস্যা হবে না। তবে একামত দিয়ে নিলে ভাল। হাদিস শরিফে এসেছে-
عن علقمة قال: صلى عبد الله بن مسعود بى وبالاسود بغير اذان ولا اقامة وربما قال: يجزءنا اذان الحى واقامتهم.
বিশিষ্ট তাবেয়ি আলক্বামা (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আমাকে এবং আসওয়াদকে নিয়ে আযান-ইকামাত ছাড়াই নামায পড়াতেন। কখনো কখনো বলতেন, আমাদের জন্য মহল্লার আযান-ইকামাতই যথেষ্ট। ( আস-সুনানুল কুবরা, বায়হাকী : ২/১৬৬, ১৯৫০
রদ্দুল মুহতার ১/৩৯৫, কানযুদ্দাক্বায়িক ১/২৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15384/article-details.html