প্রশ্ন
কোনো নারী যদি তার স্বামীর সাথে রাগ করে তার বাপের বাড়ি চলে যায় তাহলে তার গুনাহ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একজন নারীর উপর সর্বাধিক অধিকার তার স্বামীর। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন-
سألت النبي صلى الله عليه وسلم أي الناس أعظم حقا على المرأة قال زوجها
‘আমি রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, নারীর উপর কার হক সবচেয়ে বেশি? তিনি বললেন: তার স্বামীর।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭২৪৪]
কাজেই একজন নারী তার স্বামীর বৈধ আদেশ ও নিষেধ মানতে বাধ্য।
সুতরাং, কোনো নারী যদি অযথাই রাগ করে তার স্বামীকে কষ্ট দেওয়ার জন্য তার বাবার বাড়ি চলে যায় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে।
কিন্তু উক্ত নারীর উপর যদি জুলুম করা হয়ে থাকে, যার ফলে সে বাধ্য হয়ে তার বাবার চলে যায় তাহলে এ কারণে সে গুনাহগার হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15367/article-details.html