প্রশ্ন
এক প্রবাসী ফোনের মাধ্যমে তার স্ত্রীকে তালাক দিয়েছে। তার স্ত্রী জানতে চাচ্ছে, এতে কি তালাক পতিত হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রীকে উদ্দেশ্য করে যেভাবেই তালাক দেওয়া হোক, তালাক পতিত হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ
‘তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৯৪; সুনানে তিরমিযী, হাদিস: ১১৮৪]
কাজেই ফোনের মাধ্যমে তালাক দিলেও তালাক পতিত হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/15307/article-details.html